রাজনীতি

আওয়ামী লীগ পরগাছায় পরিণত হয়েছে : জিএম কাদের

বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে বৈচিত্র হারিয়েছে আওয়ামী লীগ। তারা এখন পরগাছায় পরিণত হয়েছে। সে কারণে কাউকে পাত্তা দেয় না, কাউকে হিসাবেও রাখছে না। তাই তারা হাস্যকর কাহিনি করে যাচ্ছে। এতে দেশ মহা সঙ্কটে আছে।’

রবিবার (১৯ মে) দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

জিএম কাদের বলেন, ‘ আগে আওয়ামী লীগের বৈশিষ্ট ছিল তারা জনগণকে ধারণ করতো। এখন তারা জনগণের কাঁধে চেপে বসেছে।

আগে তারা একটা বড় গাছের মতো ছিল। যেখানে সবাই বিশ্রাম নিতে পারতো। এখন সেটা হয়ে গেছে পরগাছা।’

বিরোধী দলীয় নেতা বলেন, ‘আওয়ামী লীগ এই দুনিয়াতে তাদের বাইরে কোনো মানুষ আছে সেটা তারা হিসাবই করে না।

অত্যন্ত কঠিনভাবে তারা নিয়মবহির্ভূত কাজ করছে। আমার ধারণা আওয়ামী লীগ এখন একটা কাল্টে রূপান্তরিত হয়েছে। এবং তারা সেই বিহেভিয়ার করছে। তারা দেশ এবং দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব কারণে বিভিন্ন ধরনের তথ্য তারা দিচ্ছে না।

জিএম কাদের বলেন, ‘আওয়ামী লীগ আইন করলেও রাইট টু ইনফরমেশন বলতে এখন কোনো কিছু নেই। কোন খবরা খবর দেওয়া হচ্ছে না। সব গোপন রাখা হচ্ছে। যে তথ্যই চাওয়া হয়, সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ। সংবিধানে ১৪৫ (ক) ধারায় বলা হয়েছে, আমরা বিদেশের সাথে যে চুক্তিই করি না কেন। সেটা রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপন করতে হবে। কিন্তু এ পর্যন্ত যত বিদেশি চুক্তি হয়েছে হাজার হাজার চুক্তি হয়েছে। কোন চুক্তিই আমাদের সংসদে প্লেস করা হচ্ছে না। সংবিধান মানা হচ্ছে না।’
 
জিএম কাদের বলেন, ওনারা (আওয়ামী লীগ) অনেক খাতে লুটপাট করেছেন। বিদ্যুত খাতে লুটপাট হয়েছে, জ্বালানি খাতে লুটপাট হয়েছে। প্রচুরভাবে টাকা পাচার হয়েছে এবং পাচার করতে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং সরকারের রেগুলেটরি বডিগুলো আছে, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং শাখা এরা যেসব নিয়ম করছেন তা করা হয়েছে এসব দুর্নীতিকে সহায়তা করার জন্য। এই পরিস্থিতি থেকে দেশ উদ্ধার চায়।’

এ সময় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা আহবায়ক সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফী, নির্বাহী সদস্য লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker