গোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা

চতুর্থ ধাপের নির্বাচনে  আগামী ২৩ ডিসেম্বর  গাইবান্ধার গোবিন্দগঞ্জে  ১৭ টির মধ্যে ১৬ টিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে  দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তথ্যটি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

২১-নভেম্বর (রবিবার) দুপুরে, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর বিভাগের নৌকা প্রাপ্তদের নাম ঘোষণা করেন। উল্লেখিত ঘোষণায় গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে  নৌকা প্রতীক যারা পেলেন তারা হলেন- ১ নং কামদিয়া ইউনিয়ন পরিষদে- মো: মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, ২ নং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদে সফিক মাহমুদ গোলাপ, ৩ নং শাখাহার ইউনিয়ন পরিষদে- তাহাজুল ইসলাম ভুট্টো, ৪ নং রাজাহার ইউনিয়ন পরিষদে- মো: আব্দুল লতিফ সরকার, ৫ নং সাপমারা ইউনিয়ন পরিষদে- শামীম রেজা মন্টু, ৬ নং দরবস্ত ইউনিয়ন পরিষদে- আ র ম শরিফুল ইসলাম জর্জ, ৭নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদে- মাসুদ রানা, ৮ নং নাকাই ইউনিয়ন পরিষদে- মোকছেদুল আমিন রিপন, ৯ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদে- জাহিদুল ইসলাম বাদল, ১০ নং রাখালবুরুজ ইউনিয়ন পরিষদে- নূরজাহান বেগম, ১১ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদে- শান্তনু কুমার দেব শান্তু, ১২ নং গুমানীগঞ্জ পরিষদে- মানিক মিয়া, ১৪ নং কোচাশহর ইউনিয়ন পরিষদে- আবু সুফিয়ান মন্ডল, ১৫ নং শিবপুর ইউনিয়ন পরিষদে- সেকেন্দার আলী মন্ডল, ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদে- রেজওয়ানুর রহমান মুন্সী, ১৭. নং শালমারা ইউনিয়ন পরিষদে- আনিছুর রহমান আনিছ।

জানা যায়,  ২০-নভেম্বর (শনিবার) আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক আজ রবিবার(২১-নভেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের নৌকা প্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেন।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker