ঢাকা

এসএসসি পাশ করেই এমবিবিএস ডাক্তার হলো মাসুদ

রাজধানীর  সবুজবাগের সেন্ট্রাল  বাসাবো  জেনারেল  হাসপাতাল অ্যান্ড  ডায়াগনস্টিক  সেন্টার  থেকে এমবিবিএস পরিচয়ে প্রতারণার দায়ে এইচএসসি পাস এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃত ওই ভুয়া ডাক্তারের নাম মহিউদ্দিন মাসুদ (৩৮)।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার ফারজানা হক আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

Mission 90

তিনি বলেন, ‘মাসুদ নিজেকে ভুয়া এমবিবিএস (ডিইউ) পি.জি.টি (মেডিসিন ও শিশু) মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ, চর্ম, যৌন, নাক, কান ও গলা রোগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিতেন। দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা প্রদান করে আসছেন তিনি।  বিভিন্ন  ঔষধ কোম্পানির সঙ্গে চুক্তি করে রোগ শনাক্তকরণের নাম করে  রোগীদেরকে অযথা বিভিন্ন পরীক্ষার নির্দেশনা দিতেন।

এছাড়াও তিনি ক্যামেরা যুক্ত ১টি কলম ব্যবহার করতেন, যার বাজার মূল্য ৪৫ হাজার টাকা। তার নির্দেশনা পত্র এবং পরীক্ষাগুলোর নাম ক্যামেরা সংযুক্ত কলমের মাধ্যমে সংশ্লিষ্ট কোম্পানির রেকর্ডে চলে যেত। এর মাধ্যমে তিনি কোম্পানিগুলো থেকে বড় অংকের অবৈধ অর্থ পেতেন।’

তিনি জানান, মাসুদের চেম্বার থেকে ১টি নেমপ্লেট, ৫০০টি ভিজিটিং কার্ড, ২৫টি সিল, ২০০টি প্রেসক্রিপশন, ২টি মোবাইলফোন, ১টি গোপন কলম ক্যামেরা এবং নগদ ৪ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়।

এদিকে জেনারেল  হাসপাতাল অ্যান্ড  ডায়াগনস্টিক  সেন্টারের ব্যবস্থাপক সরোজিত কুমার বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মাসুদ যে ভুয়া ডাক্তার তা আমাদের জানা ছিল না। তিনি প্রতিদিন দেড় ঘণ্টার মতো চেম্বারে বসতেন। আমাদের পরিচালক আলোচনার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’ 


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker