কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার র্পূব চান্দরা মুন্সিরটেক এলাকায় মঙ্গলবার(১৯ ডিসেম্বর) সকালে ভয়াবহ অগ্নিকান্ডে একটি টিনসেট বাড়ির ১৮ কক্ষ পুড়ে ছাই হয়েগেছে। সকাল সাড়ে আটটার দিকে ঐ এলাকার ডা: সিদ্দিকুর রহমানের টিনসেট বাড়িতে এ ঘটনা ঘটে ।পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান র্নিধারন করতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় সিদ্দিকুর রহমানের টিনসেট বাড়িতে বিভিন্ন কারখানার শ্রমিকরা ভারা থাকেন ।প্রতিদিনের নেয় সবাই যার যার র্কমস্থলে চলে গেলে সকাল সাড়ে আটটার দিকে ঐ বাড়ির ভাড়াটিয়া শাকিলের কক্ষ থেকে আগুন সূত্রপাত ঘটে। পরে মূর্হুতে আগুনের লেলিহান শিখা অন্যান্য কক্ষে ছড়িয়ে পরলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্লোসেন নামক কারখানার সহায়তায় ৪৫ মিনিটের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবী ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা। ফায়ার সার্ভিস ধ্ধাসঢ়;রনা করছেন ইলেকট্রিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইস্তেকার হাসান রায়হান চৌধুরী জানান সকালে আগুন লাগার খবর পেয়ে দুই ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান র্নিধারন করা সম্ভব হয়নি ।তবে প্রাথমিকভাবে ধারনা করা হচেছ ইলেকট্রিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ।