আবহাওয়া ও জলবায়ু

বসন্তের শুরুতেই আকাশে বৃষ্টির ভ্রুকুটি

বসন্তের শুরুতেই আকাশে বৃষ্টির ভ্রুকুটি। আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ এ পড়ন্ত বেলায় দোহার, ও নবাবগঞ্জের আশে-পাশের এলাকায় বৃষ্টি বর্ষণ হয়েছে। পবিত্র মাহে রমজান সমাগত। শান্তি ফিরে আসুক এ ধরায়। সারাদেশে ধীরে ধীরে এ বৃষ্টি ছুঁয়ে যাক প্রতিটি হৃদয়ে।

বসন্তের শুরুর বৃষ্টিতে, মানুষের বসবাসের উপযোগী দেশ গড়ে উঠবে। পুনরায় প্রাণ ফিরিয়ে দিয়ে মৃত থেকে জীবন ফিরে পাবে বৃক্ষ, ফল ও ফসলের নানাবিধ উদ্ভিদ, প্রাণিকুলের অনেক সদস্য হবে সবল এবং মরা মাটি হয়ে উঠবে উর্বর।

এই বৃষ্টির মাধ্যমেই নির্মল পরিবেশ খুঁজে পায় ধরিত্রী। বৃষ্টির প্রতিটি ফোঁটা বর্ষিত হয় আল্লাহ তাআলার রহমতের ধারা। বৃষ্টি নিয়ে চার্লি চ্যাপলিন এর উক্তি আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker