মাদারীপুরে নিম্নচাপের কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে মাদারীপুরে সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা থাকায় শনিবার (২১ ডিসেম্বর) মাদারীপুরে সূর্যের দেখা মেলেনি। শীতের তীব্রতা এখানে বেড়েছে।
দেখা যায়, মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বেরুচ্ছে না। এর মধ্যে যারা দিন আনে দিন খায় সেই সব খেটে খাওয়া মানুষ প্রয়োজনের তাগিদে রাস্তায় তাদেরকে দেখা যাচ্ছে। এদের মধ্যে রয়েছে রিকশা, অটোরিকশাসহ ভ্যান চালকদের। তাছাড়া বেশিরভাগ জনসাধারণ ঘর থেকে বেড় হচ্ছেনা।
আবহাওয়া পূর্বাভাস থেকে জানা যায়, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব আগামী তিনদিন এর রকমের বৃষ্টি হতে পারে। এ কারণে এক নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে।
এদিকে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকাসহ ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।