Uncategorized

কলকাতায় এস কে মুভিজের ১৮ সিনেমার ঘোষণা, দরদ নিয়ে মঞ্চে শাকিব

ভারতের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা এস কে মুভিজ। নিয়মিত ছবি প্রযোজনা করছে। বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনা করতেও দেখা গেছে তাদের। এদিকে গতকাল ছিল তাদের জন্য একটি আনন্দের দিন।

কলকাতা এই প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ থেকে ২০২৫ সালের জন্য ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামি শিল্পী ও পরিচালকরা। 

পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অনির্বাণ, হৃতিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা৷ পায়েলদের মতো প্রথমসারির তারকা। আরো ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথম সারীর নির্মাতারা।

এতসব তারকার ভিড়ে মধ্যমণি হয়ে ছিলেন ঢাকার চলচ্চিত্র তারকা শাকিব খান। এস কে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের ‘বরবাদ’ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। 

তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে বলেন, ‘আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে।

এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসায় এক ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।’

মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, ‘যতবারই এখানে (কলকাতা) আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না।

আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই রকম অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।’ 

এদিকে সেখানকার ১৮টি সিনেমার মধ্যে শাকিবের ছবি থাকছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্র জানাচ্ছে, প্রাথমিক আলাপ হয়েছে। আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার শিকারি, নবাবের পর ফের জানানো হবে এস কে মুভিজের সঙ্গে শাকিবের নতুন কাজের খবর।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker