গত এক সপ্তাহে দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ৩০০ বেড়েছে ৩০০ মিলিয়ন। এতে করে নিট রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেফিনেশন অনুযায়ী বর্তমানে আমাদের প্রকৃত রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক একটি বাংলা গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব কথা বলেন।
গভর্নর বলেন, গত এক সপ্তাহে ৩০০ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে। আমি দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বাজারে বিক্রি করে নাই। বরং আমরা ডলার কিনছি রিজার্ভ বাড়াতে, এখন প্রতিদিন ৫০ মিলিয়ন ডলার করে বাজার থেকে কিনছি।
এদিকে মূল্যস্ফীতি নিয়ে গর্ভনর বলেন, আগামী ৫ মাসের মধ্যে মূল্যস্ফীতিকে একটা পর্যায়ে নিয়ে আসার লক্ষ্য নেয়া হয়েছে। যেমন ৭ থেকে ৮ শতাংশের মধ্যে প্রথম পর্যায়ে। পরবর্তী এক বছরের মধ্যে সেটা ৪ থেকে ৫ শতাংশে নিয়ে আসা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.