দীর্ঘ ২৪ বছর সিরিয়ার ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার-আল আসাদের শাসনের পতন হয়েছে এক বিপ্লবের মাধ্যমে। বাশারের শাসন অবসানের পর পরিবর্তনের ঢেউ লেগেছে সিরিয়ার সমাজ ও সংস্কৃতিতে। এর প্রভাব পড়েছে দেশটির ফুটবল জগতেও। সরকার পতনের এক দিনের মধ্যেই বদলে গেছে সিরিয়ার ফুটবলের লোগো ও জার্সি।
লালের পরিবর্তে এসেছে সবুজ রং। সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লোগো প্রকাশ করেছে, যেখানে সবুজ রং ব্যবহার করা হয়েছে। এত দিন সিরিয়ার ফুটবল দলের জার্সির প্রধান রং ছিল লাল, যা এখন সবুজে রূপান্তরিত হয়েছে।
সিরিয়ার ফুটবলের একটি অনানুষ্ঠানিক ফেসবুক পেইজে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের ছবি পোস্ট করে বলা হয়েছে, ‘এটি সিরিয়ার খেলার জগতের প্রথম ঐতিহাসিক পরিবর্তন, যা স্বজনপ্রীতি, পক্ষপাত ও দুর্নীতিমুক্ত।’ যদিও এটি সিরিয়ান ফুটবলের অফিশিয়াল ফেসবুক পেইজ নয়। তবু বিষয়টিকে সত্য বলেই ধারণা করা হচ্ছে।
বর্তমানে ফিফা র্যাংকিংয়ে ৯৫ নম্বরে থাকা সিরিয়া সর্বশেষ ২০১২ সালে পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফি জিতেছিল। দারিদ্র্য ও দীর্ঘ স্বৈরশাসনের উত্থান-পতনের মধ্যেও সিরিয়া এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে মাত্র দুই সপ্তাহের বিপ্লবে পতন ঘটেছে বাশার আল-আসাদের। রবিবার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করলে আসাদ প্রাণ বাঁচাতে উড়োজাহাজে পালিয়ে যান।