ফুটবল

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ম্যানসিটিকে পুর্নগঠনের স্বপ্ন দেখছেন পেপ গার্দিওলা

পেপ গার্দিওলার অধীনে টানা চারটিসহ গত সাত মৌসুমে ছয়বার লিগ শিরোপা জিতেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। তবে মুদ্রার উল্টো পিঠ দেখতে খুব বেশি সময় নেয়নি সিটিজেনরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারের পর সবশেষ খেলায় তিন গোলের লিড নিয়েও অবিশ্বাস্যভাবে ড্র করে সিটি।

টানা ছয় ম্যাচে জয়হীন থাকার পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস ঠেকেছে দলটির। তবে ম্যানচেস্টার সিটিকে পুনর্গঠন করতে মরিয়া দলটির কোচ পেপ গার্দিওলা। অ্যানফিল্ডে ইপিএলে নিজেদের পরবর্তী লিগ ম্যাচে ছন্দে থাকা লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ম্যানসিটি কোচ।

পেপ গার্দিওলা বলেন, ফুটবলারদের সাহায্য করার জন্য আমি কী করতে পারি সেটি নিয়েই ভাবছি। একজন খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে এমন পরিস্থিতি আসতেই পারে।

আর যখন আসে, তখন তা গ্রহণ করতে হয়, চ্যালেঞ্জ নিতে হয়। আমিও বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। জিততে না পারলে সমস্যায় পড়তে হবে তা আমি জানি।

কয়েকদিন আগেই গার্দিওলার সাথে দুই বছর চুক্তির মেয়াদ বাড়ায় ম্যানচেস্টার সিটি। তবে দলের লাগাতার ফর্মহীনতার কারণে তার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

গার্দিওলা বলেন, যে মুহূর্তে অনুভব করব, আমি ক্লাবের জন্য ইতিবাচক নই, তখন অন্য একজনের কোচ হিসেবে আসাটা স্বাভাবিক। তবে আমি চেষ্টা চালিয়ে যেতে চাই মৌসুমের শেষ পর্যন্ত। পরের মৌসুমেও দলকে পুনর্গঠন করতে চাই। সেই চ্যালেঞ্জ নেয়ার ও কাজ করার সুযোগ চাই আমি।

চলতি মৌসুমে ইনজুরি সমস্যা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সিটিজেনদের সামনে। চোটের থাবায় এই মৌসুমে পূর্ণ শক্তির দল না পাওয়ার কারণে ম্যাচে তার প্রভাব পড়ছে বলে মনে করেন সিটি বস।

স্কোয়াডে ইনজুরি ইস্যু নিয়ে পেপ বলেন, যখন টানা ম্যাচ থাকে এবং সবাই ফিট ও তাদের সেরা অবস্থায় থাকে, তখন কাজটা সহজ হয়। আমার এখন নিজেকে প্রমাণ করতে উপায় খুঁজে বের করতে হবে। আমি প্রতিদিনই চেষ্টা করছি। এটা সত্যি আমাদের যে ধারাবাহিকতা ছিল তা আর নেই।

উল্লেখ্য, ইপিএলে সবশেষ ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার হয়েছে সিটি। লিগে টানা তৃতীয় হারে ২০০৭ সালের পর প্রথমবার চার ম্যাচ হারের ঝুঁকিতে আছে গার্দিওলা শিষ্যরা।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker