টানটান উত্তেজনা ও হাই ভোল্টেজ সব ম্যাচ শেষে আগামীকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে শতবর্ষের গৌরব ও ঐতিহ্যের ধারক ও বাহক বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে করোনেশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি সিজন ১ এর ফাইনাল ম্যাচ।
বেলা ৩ টায় উক্ত ফাইনাল খেলাতে অংশ গ্রহণ করবে উদীয়মান ২২ বনাম সন্ধি ২৩।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের সকল ব্যাচের শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বইছে উৎসবের আমেজ।
উক্ত ফাইনাল খেলায় করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মো: কামরুল হাসানের সভাপতিত্ব ও সহকারী প্রধান শিক্ষক জনাব সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাত হুসেইন।
ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার হবে এসএআর টেক এর সৌজন্যে মিশন নাইনটি নিউজের অফিশিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।
বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের ১১৩ বছরের ইতিহাসে এই প্রথম এরকম এই ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ২০২২ এসএসসি ব্যাচ।