মাঠের খেলায় প্রতিপক্ষকে আটকাতে অনেক কৌশলই সাজাতে হয় কোচদের। কোন খেলোয়াড়ের জন্য কোন ছক আঁকলে তাকে আটকানো সহজ হবে তা নিয়ে বেশ মাথা ঘামাতে হয়। আর প্রতিপক্ষ দলে লিওনেল মেসির মতো খেলোয়াড় থাকলে তো বাড়তি পরিকল্পনাই করতে হয় কোচদের।
তবে প্যারাগুয়ে মেসিকে মাঠে আটকানোর আগেই ভিন্ন এক পন্থার সহায়তা নিয়েছে।
আগামী ১৫ নভেম্বর দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেসির জার্সিই নিষিদ্ধ করে দিয়েছে স্টেডিয়ামে। শুধু মেসির নয়, পুরো আর্জেন্টিনার জার্সিই নিষিদ্ধ করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। এমনকি ক্লাবের জার্সিতেও যদি আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম থাকে তাহলে স্থানীয় দর্শকরা মাঠে ঢুকতে পারবেন না।
বিষয়টি নিশ্চিত করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া।
আর্জেন্টিনাকে আতিথেয়তা দেবে বলেই ঘরের মাঠের সুবিধা নিতে চায় প্যারাগুয়ে। তিনি বলেছেন, ‘স্থানীয় পর্যায়ে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া কাউকে গ্যালারিতে ঢোকার অনুমতি দেওয়া হবে না। যারা প্রতিপক্ষের জার্সি পরে আসবেন তারা স্টেডিয়ামে থাকতে পারবেন না।
প্যারাগুয়ের এমন সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সারাবিশ্বে। অনেকে মনে করছেন ‘মেসি-ম্যানিয়া’ থামাতেই হয়তো এমন ব্যবস্থা করেছে প্যারাগুয়ে। এক কাঠি সড়েস হয়ে ফুটবলভিত্তিক সংবাদ মাধ্যম ‘গোল ডটকম’ তো বলেই দিয়েছি এটা ‘অ্যান্টি-লিওনেল মেসি’ ব্যবস্থা। তবে এমনটা অস্বীকার করেছেন ভিলাসবোয়া। তিনি বলেছেন, ‘এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। ফুটবলারদের প্রতি আমাদের সম্মান আছে। এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য। যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও আমরা অনুমতি দেব না।’
এখন দেখার বিষয় প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ কেমন থাকে। আর এ নিয়ম করেও মেসিকেসহ আর্জেন্টিনাকে আটকাতে পারে কিনা প্যারাগুয়ে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.