চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। ২৩ সদস্যের ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেফট ব্যাক ভিনিসিয়ুস আবনার ও স্ট্রাইকার ইগোর হেসুস।
আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পাঁচ দিন পর ১৬ তারিখ তারা খেলবে পেরুর বিপক্ষে। সব মিলিয়ে এখন পর্যন্ত চিলি ও ব্রাজিল মুখোমুখি হয়েছে ১৭ বার। তার মধ্যে ব্রাজিল জিতেছে ১৩ ম্যাচে, ৩ ম্যাচ ড্র ও এক ম্যাচে জিতেছে চিলি। অপরদিকে, ব্রাজিল ও পেরু মুখোমুখি হয়েছে ১৬ বার। সেলেসাওরা জিতেছে ১২টি ম্যাচ, পেরুর জয় দুই ম্যাচে, বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।
সবশেষ গত ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে তারা। সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের গ্রুপে ৫ নম্বরে আছে সেলেসাওরা। ৮ ম্যাচের মাত্র ৩টিতে জয়, একটি ড্র এবং চারটিতে হেরেছে তারা।
২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: এলিসন বেকার, বেনতো ও এডারসন।
রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনার, গিয়ের্মে আরানা, এডার মিলিতাও, গাব্রিয়েল মাগালিয়ায়েস, মারকুইনহোস, গ্লিসন ব্রেমার।
মিডফিল্ডার: আন্দ্রে, গেরসন, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, রদ্রিগো।
আক্রমণভাগ: এন্ড্রিক, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইজ হেনরিক, রাফিনহা, সাবিনহো, ভিনিসিয়ুস জুনিয়র।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.