ক্রিকেট

তামিমের ঝড়ো ব্যাটিংয়ে বরিশালের দাপুটে জয়

তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে ফরচুন বরিশালের দাপুটে জয়। দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ১৫ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়নরা।

বিপিএলের চলমান ১১তম আসরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহীকে হারিয়ে উড়ন্ত সূচনা করে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১২৪ রানে অলআউট হয়ে বরিশাল হেরে যায় ৮ উইকেটে। 

আজ নিজেদের তৃতীয় ম্যাচে চলতি আসরে দ্বিতীয়বারের মতো রাজশাহীকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে উঠে গেল বরিশাল। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে খুলনা টাইগার্স।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৮ রান করে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দুর্বার রাজশাহী। দলের হয়ে ৩৫ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৩৯ রান করেন বিজয়। 

এছাড়া ২৩ বলে তিন চার আর দুই ছক্কায় ৩৭ রান করেন ইয়াসির আলি। ২৭ বলে তিন চার আর তিন ছক্কায় ৩৮ রান করে আউট হন ওপেনার জিসান আলম। ১৬ বলে ২২ রান করেন মোহাম্মদ হারিস।

১২০ বলে ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে স্লো মোশনে ইনিংস শুরু করে ফরচুন বরিশাল। প্রথম ১৮ বলে বরিশালের সংগ্রহ ছিল মাত্র ১২ রান। চতুর্থ ওভারের প্রথম বলে আউট হন প্রিতম কুমার। 

এরপর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা কাইল মায়ার্সের সঙ্গে জুটি গড়ে দুই প্রান্তেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন তামিম ইকবাল।

দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ১৫ বলে চার ছক্কা হাঁকিয়ে স্কোর বোর্ডে ৪১ রান জমা করেন কাইল মায়ার্স ও তামিম। ৫.৩ ওভারে দলীয় ৫৩ রানে বোল্ড হয়ে ফেরেন মায়ার্স। তার আগে মাত্র ১১ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে ২৪ রান করে ফেরেন।

কাইল মায়ার্স আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন তামিম ইকবাল। তিনি মাত্র ২৮ বলে ৮টি চার আর একটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন। চলতি বিপিএলে এটা তার প্রথম ফিফটি। 

বিপিএলের ইতিহাসে রেকর্ড সাড়ে তিন হাজার রান সংগ্রহ করে শীর্ষে আছেন তামিম। বিপিএলে রান সংগ্রহে দ্বিতীয় পজিশনে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। রান সংগ্রহে তিন আর চারে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়।

ইনিংস ওপেন করতে নেমে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তামিম ইকবাল। এদিন ৪৮ বল মোকাবেলা করে ১১টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ২৪ বলে ৪টি চার আর এক ছক্কায় ৩৪ রান করেন মুশফিকুর রহিম।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker