ব্যাটারকে জীবন দেওয়ার মূল্য বুঝল চট্টগ্রাম কিংস। বিশেষ করে পারভেজ হোসেন ইমন। মাহিদুল ইসলাম অঙ্কনের ক্যাচ ফেলে কী ভুলটাই না করেছেন তিনি। জীবন পেয়ে আর পেছন ফিরে তাকালেন না উইকেটরক্ষক ব্যাটার।
বিধ্বংসী এক ইনিংসই খেলে খুলনাকে এনে দিলেন ২০৩ রানের সংগ্রহ। এবারে বিপিএলে প্রথম দল হিসেবে দুই শ করল খুলনা।
মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিল খুলনার। উদ্বোধনী জুটিতে ৪.৩ ওভারে ৩৭ রান এনে দিয়েছিলেন নাঈম শেখ ও উইলিয়াম বসিস্টো।
২৬ রানে নাঈমকে আউট করে চট্টগ্রাম কিংসকে প্রথম সাফল্য এনে দেন আলিস আল ইসলাম। খুলনার ওপেনার ফিরে গেলেও রানা চাকা সচলই থাকে। বলা ভালো আরো গতি পায়। দ্বিতীয় উইকেটে ৩৭ বলে ৫১ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও বসিস্টো।
তবে ১৮ রানে আউট হয়ে নাঈমের মতো খুলনার অধিনায়কও বসিস্টোকে একা রেখে যান। পরে আরো দুই সতীর্থের ফিরে যাওয়া দেখেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। অন্যরা আসা- যাওয়ার মিছিলে থাকলেও নিজের কাজটা ঠিকিই করেছেন তিনি। বিপিএলে প্রথমবার খেলতে এসে তুলে নিয়েছেন প্রথম ফিফটি। ১৫০.০০ স্ট্রাইকরেটে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বসিস্টো।