মেলবোর্নে শেষ ইনিংসে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৪০ রান। ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৫৫ রান তুলতেই অলআউট রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়া জয় পায় ১৮৪ রানের।
ভারতের ইনিংসে রান বলতে যশস্বী জয়সওয়ালের ৮৪ ও ঋষভ পন্তের ৩০। এ ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে নিতে পারেননি তাদের রান। প্যাট কামিন্স ও স্কট বোলান্ডের ৩টি উইকেটের সঙ্গে ম্যাচ শেষ করেছেন ২ উইকেট নেওয়া নাথান লায়ন।
৩৩ রানে ৩ উইকেট হারানো ভারতকে টেনে তোলার চেষ্টা করেছিলেন জয়সওয়াল-পন্ত জুটি। তবে পার্টটাইম স্পিনার ট্রাভিস হেডের বলে ছক্কা মারতে গিয়ে দলীয় ১২১ রানে পন্ত আউট হলে আর বেশিদূর এগোতে পারেনি।
৮৮ রানের জুটি ভাঙার পর যোগ করতে পেরেছে মাত্র ৩৪ রানে। এই রান তুলতেই ভারত হারিয়েছে ৬ উইকেট। সতর্কভাবে শুরু করা ভারত ১৬ ওভার পর্যন্ত উইকেট হারায়নি । ১৭তম ওভারে কামিন্সের শিকার হয়ে ফেরেন ৪০ বলে ৯ করা রোহিত শর্মা।
ওই ওভারে শূন্য রানে ফেরেন লোকেশ রাহুল। বিরাট কোহলি ৫ রান করে বিদায় নেন। এরপর পন্তকে নিয়ে জুটি গড়ে দলকে আশা দিচ্ছিলেন জয়সওয়াল। ট্রেভিস হেডের বলে পান্ত ফিরলে ভাঙে জুটি। ভারতের আশাও কমতে শুরু করে।