ক্রিকেট

ভারতের ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

মেলবোর্নে শেষ ইনিংসে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৪০ রান। ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৫৫ রান তুলতেই অলআউট রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়া জয় পায় ১৮৪ রানের। 

ভারতের ইনিংসে রান বলতে যশস্বী জয়সওয়ালের ৮৪ ও ঋষভ পন্তের ৩০। এ ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে নিতে পারেননি তাদের রান। প্যাট কামিন্স ও স্কট বোলান্ডের ৩টি উইকেটের সঙ্গে ম্যাচ শেষ করেছেন ২ উইকেট নেওয়া নাথান লায়ন।

৩৩ রানে ৩ উইকেট হারানো ভারতকে টেনে তোলার চেষ্টা করেছিলেন জয়সওয়াল-পন্ত জুটি। তবে পার্টটাইম স্পিনার ট্রাভিস হেডের বলে ছক্কা মারতে গিয়ে দলীয় ১২১ রানে পন্ত আউট হলে আর বেশিদূর এগোতে পারেনি।

৮৮ রানের জুটি ভাঙার পর যোগ করতে পেরেছে মাত্র ৩৪ রানে। এই রান তুলতেই ভারত হারিয়েছে ৬ উইকেট। সতর্কভাবে শুরু করা ভারত ১৬ ওভার পর্যন্ত উইকেট হারায়নি । ১৭তম ওভারে কামিন্সের শিকার হয়ে ফেরেন ৪০ বলে ৯ করা রোহিত শর্মা।

ওই ওভারে শূন্য রানে ফেরেন লোকেশ রাহুল। বিরাট কোহলি ৫ রান করে বিদায় নেন। এরপর পন্তকে নিয়ে জুটি গড়ে দলকে আশা দিচ্ছিলেন জয়সওয়াল। ট্রেভিস হেডের বলে পান্ত ফিরলে ভাঙে  জুটি। ভারতের আশাও কমতে শুরু করে।

তবু জয়সওয়াল যতক্ষণ ছিলেন, ততক্ষণ লড়াইয়ে ছিল সফরকারীরা। তিনি ফিরতেই ম্যাচের গতিপথ স্পষ্ট হয়ে যায় মেলবোর্নে এই জয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে।]

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker