একাদশ বিপিএলের শুরুতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টিকিট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। গতকাল, টিকিট না পেয়ে দর্শকরা বিসিবির ‘অবহেলা’র বিরুদ্ধে মিছিল করেন। তবে আজ সোমবার, বিপিএল শুরুর দিন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়ি আটকে দেন।
এদিকে, দুর্গম পরিস্থিতির কারণে দুর্বার রাজশাহীর টিমবাস ৪ নম্বর গেট দিয়ে মাঠে ঢুকতে বাধ্য হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিপেটা করে, তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে।
গতকাল রোববার দুপুরে বিসিবি জানায়, মিরপুর স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকিট বিক্রি হবে না। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাগুলো থেকে।