ইনিংসটা খুব বড় নয় নুরুল হাসান সোহানের। তবে ২৫ রানের ছোট্ট ইনিংসটি রংপুর রাইডার্সের জন্য খুবই কার্যকরী ছিল। শেষ দিকে অধিনায়কের ২২৭.২৭ স্ট্রাইকরেটের ঝোড়ো ইনিংসেই ১৯১ রানের বড় সংগ্রহ পায় রংপুর।
অবশ্য খুশদিল শাহর অবদানও কম নয়। ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন পাকিস্তানের অলরাউন্ডার। ২০০.০০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন সমান ৩ চার ও ৩ ছক্কায়।
মিরপুরে টস হেরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না রংপুরের। দলীয় ২০ রানের সময় দুই ওপেনার সাজঘরে ফেরেন। অ্যালেক্স হেলসের ৫ রানের বিপরীতে ১৪ রানে আউট হন স্টিভেন টেইলর। তবে তৃতীয় উইকেটে দুর্দান্ত ৮৯ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। আলাউদ্দিন বাবুর দ্বিতীয় শিকার হয়ে ৪০ রানে ফিরেন সাইফ।
সমান ২ চার ও ২ ছক্কায় ৩৩ বলের ইনিংসটি সাজান তিনি। সাইফের মতো ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ইফতিখারও। পাকিস্তানি ব্যাটারও শিকার হন আলাউদ্দিনের। ৮ চারে ৪৯ রানে আউট হন তিনি। শেষ দিকে খুশদিল-সোহানে বড় স্কোর পায় রংপুর।