দুই টেস্টের সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। সকাল ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে প্রোটিয়াদের ঢাকায় পৌঁছানোর কথা। সকালে ঢাকায় পৌঁছলেও আজ বিশ্রামেই কাটবে সফরকারী দলের। প্রথম টেস্ট সামনে রেখে আগামীকাল থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে প্রোটিয়ারা।
প্রথম টেস্টে অবশ্য নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের সময় কনুইয়ের চোটে পড়েন তিনি। মিরপুরে প্রথম টেস্টটি খেলতে না পারলেও দলের সঙ্গেই আজ ঢাকায় আসছেন বাভুমা। বাংলাদেশেই চলবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের আগে তাঁর সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া।
বাভুমার জায়গায় মিরপুরে প্রথম টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। তাঁর বদলি হিসেবে দলে যুক্ত করা হয়েছে তরুণ ব্যাটার ডেভাল্ড ব্রেভিসকে। এ ছাড়া চোটে আগেই ছিটকে যাওয়া পেসার নান্দ্রে বার্গারের স্থলাভিষিক্ত হয়েছেন অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিডি। মিরপুরে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২১ অক্টোবর থেকে। এরপর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।