হার দিয়ে সুপার এইট যাত্রা টাইগারদের, বোনাস রিশাদের দুই উইকেট
ডাক লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০০ রানের মাথায় বৃষ্টির হানা দিলে ম্যাচ আর মাঠে গড়ায়নি। ম্যাচ জিতে নেয় অজিরা। অ্যান্টিগার নর্থ সাউন্ডে শুক্রবার (২১ জুন) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইনিংসের শুরুতেই ওপেনার তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৮ রান তোলে জাম্পার বলে বোল্ড হন লিটন দাস। লিটন দাসের ব্যাট থেকে আসে ২৫ বলে ১৬ রান।
পরের ওভারে সাজঘরের পথ ধরেন চারে নামা রিশাদ। ১৩ তম ওভারে জাম্পার বলে এলবিডব্লু হয়ে ফেরার আগে অধিনায়ক শান্ত করেন ৩৬ বলে ৪১ রান। তাওহিদ হৃদয় করেন ৪০ রান। শেষদিকে তাসকিন ৭ বলে ১৩ রান করলে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে বাংলাদেশ। কামিন্স ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন। অ্যাডাম জাম্পা নেন ২টি উইকেট। স্টার্ক, স্টয়নিস ও ম্যাক্সওয়েল নেন ১টি করে উইকেট
জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে ক্যাচ ওয়ার্নারের ক্যাচ মিস করলে বিধ্বংসী হয়ে উঠে ওয়ার্নার। পাওয়ারপ্লেতে অজিরা তোলে ৫৯ রান।
৬৪ রানে দ্বিতীয়বারের মতো বৃষ্টি বাধায় পড়ে ম্যাচ। বৃষ্টির পর খেলা পুনরায় শুরু হলে রিশাদের বলে ৩১ রান করে বোল্ড হন হেড। রিশাদের পরের ওভারে এলবিডব্লু হয়ে ফিরেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ১১.২ ওভারে ১০০ রানের মাথায় তৃতীয়বারের মতো বৃষ্টির হানা দিলে ম্যাচ আর মাঠে গড়ায়নি।বৃষ্টি আইনে ২৮ রানে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া। ৫৩ রনে অপরাজিত ওয়ার্নার ও ৬ বলে ১৪ রানে ব্যাট করছিলেন ম্যাক্সওয়েল।