Site icon MIssion 90 News

কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে আফগানিস্তান, মনে করেন তামিম

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫৭

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী আফগানিস্তানকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবালের মতে, ওয়ানডে সিরিজে সফরকারীরা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে। একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানে জয়ের মতো সহজ হবে না ওয়ানডে সিরিজ। 

মঙ্গলবার চট্টগ্রামে তামিম বলেন, ‘ওয়ানডে সিরিজে আফগানিস্তান কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে ধারণা করছি।

টেস্ট ম্যাচের মতো সহজ হবে না। সাদা বলের ফরম্যাটে সেরা বোলিং ইউনিটগুলোর মধ্যে একটি তারা। জিততে হলে আমাদের সেরাটা দিতে হবে। তাদের দলে রশিদ খান এবং আরো  ক্রিকেটাররা ফিরেছেন যারা একাই ম্যাচ জেতাতে পারে।

আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

বুধবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পেসবান্ধব উইকেট থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন তামিম। বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, ‘তিন ম্যাচে আমরা ভিন্ন পেস বোলিং কম্বিনেশনে খেলাতে পারি।

এটা ঠিক, একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে ভালো হতো। কিন্তু ঘরোয়া ক্রিকেটে পারফর্ম কেউ করেনি। সাইফুদ্দিন থাকলেও এই মুহূর্তে ফিট নন তিনি।’

তামিম আরো বলেন, ‘গত দুই বছরে আমাদের পেস বোলিং বিভাগ অসাধারন করেছে এবং আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।

Exit mobile version