সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে অস্বস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। স্কোয়াডে নাম থাকা সাকিব দুবাইতে যাওয়ার আগে বলেছেন, তিনি শারীরিক ও মানসিকভাবে ফিট নন। এরপর থেকে আবার বিতর্ক উঠেছে সাকিবকে ঘিরে। নিজের মতো করে এমন ছুটি চাইলে পাওয়া সম্ভব কি না, সেই প্রশ্নও উঠছে।
জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অবশ্য সাংবাদিকদের সাকিব ইস্যুতে কড়া ভাষায় বলেছেন, সাকিব না খেললে না খেলুক, তিনি বিষয়টা আরও কেয়ার করছেন না। বরং দেশসেরা এই অলরাউন্ডার থেকে তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পরিষ্কার বার্তা চান সুজন।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সুজন বলেন, ‘একজন ক্রিকেটার ছুটি চাইতেই পারে। কিন্তু সাকিব সেটা আগে বললেই পারত। পাপন ভাইয়ের সঙ্গে কথা বলে রাজি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় টেস্ট-ওয়ানডে সব খেলতে। তারপরও কেন এ রকম বলল, এটা তো আমি বলতে পারব না। সাকিবের মনের কথা তো আমি বলতে পারব না।’
সাকিবের জন্য বাংলাদেশ ক্রিকেট থেমে যাবে না জানিয়ে সুজন আরও যোগ করেন, ‘আমি মনে করি, মাঝেমধ্যে আমরা এটা টেনে লম্বা করি। সেটা না করে যা আসবে, তা মেনে নেওয়া উচিত। সাকিব ফেরার পর (দুবাই থেকে) কথা বলে যদি সফরে যায় তো ভালো, না গেলেও সমস্যা নেই। এটা বড় ব্যাপার নয়। কারও জন্য বাংলাদেশ ক্রিকেট বসে থাকবে, এটা ভাবা ভুল।’
সাকিবের সফর বা সিরিজের আগে জানানোতে আপত্তি সুজনের। তিনি আরও যোগ করেন, ‘আপনি অনূর্ধ্ব-১৯ বয়সী কাউকে জোর করতে পারেন। ৩৬-৩৮ বছর বয়সী কাউকে তো জোর করা যায় না। তারা যদি খেলতে না চায়, আগ্রহী না থাকে কিংবা মানসিকভাবে কোনো সমস্যা থাকে…তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এটা এমন সময়ে নয় যে, আমরা যখন একটা দল নিয়ে সিদ্ধান্তে চলে যাই।’
‘সাকিব না খেললে না খেলুক, আই ডোন্ট কেয়ার। বিসিবি এতটা কনসার্নও না, যদি না খেলতে চায়। আপনি জোর করতে পারবেন না। আমরা চাই, ও খেলুক। যতদিন পর্যন্ত ফিট থাকবে, সাকিব খেলুক। কিন্তু ও যদি উপভোগ না করে, তাহলে মনে হয় যে বলে দেওয়া উচিত আমি টেস্ট খেলব না বা ওয়ানডে খেলব না কিংবা কোনো একটা-দুইটা ফরম্যাট খেলব না। কোনো সমস্যা নেই।’- সাকিবের কাছ থেকে ক্রিকেট নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে পরিষ্কার বার্তা চাইছেন জাতীয় দলের টিম ডিরেক্টর।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.