খেলাধুলা

এইচ এম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে

ঢাকার নবাবগঞ্জে গত শনিবার, ১১জানুয়ারী, ২০২৫, বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ-মৌলভীডাঙ্গী একতা সংঘের মাঠে আয়োজন করা টুর্নামেন্টের এইচ এম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

চূড়ান্ত পর্বে শিলাকোঠা ন্যাশনাল ক্লাব ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ অংশগ্রহণ করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘ নির্ধারিত ১৫ ওভারে ১৬৪ রান করে। ১৬৫ রান টার্গেটে খেলতে নেমে খাইরুলের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৪ উইকেটে জয় পায় শিলাকোঠা ন্যাশনাল ক্লাব।

টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয় পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের অধিনায়ক ইব্রাহিম খলিল মানিক ও ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয় শিলাকোঠা ন্যাশনাল ক্লাবের খেলোয়াড় খাইরুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী আবুল বাশার সুজন।

হাসনাবাদ-মৌলভীডাঙ্গী একতা সংঘের সভাপতি আসলাম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাজিব হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডা. শ্যামলাল পাল, ডা. এইচ.এম আল-আমিন, মতিউর রহমান, আব্দুল আওয়াল মাস্টার, পারভেজ মাস্টার, সাইফুল মাস্টার, কাওসার মাস্টার।

বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, আব্দুল মালেক, লুৎফর ভুঁইয়া, আব্দুল সাত্তার, অহেদ আলী, ফ্রান্সিস দিলীপ গমেজ, ফজলুর রহমান, আমজাদ হোসেন মোল্লা, বেলজিয়াম প্রবাসী নিক্কন আহমেদ পিয়াস সহ আরও অনেকে।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিথিরা।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker