খেলাধুলা

ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির উদ্যোগে তরুণ, প্রবীণ, শিশুসহ ৪০০ দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য ছিল চারটি বিভাগ- ২ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, ও ২১ কিলোমিটার দৌড়। এর মধ্যে ২১ কিলোমিটারের দৌড় শুরু হয় সকাল ৬.২০ মিনিটে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। বাকি বিভাগগুলো পর্যায়ক্রমে শুরু হয়।

২১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন ১২০ জন, ১০ কিলোমিটারে ২০০ জন, ৫ কিলোমিটারে ৬০ জন এবং ২ কিলোমিটারে ২০ জন শিশু। অংশগ্রহণকারীদের মধ্যে ৩৫০ জন পুরুষ, ৩০ জন নারী এবং ২০ জন শিশু ছিল। বয়স পঞ্চাশোর্ধ্ব প্রতিযোগী ছিলেন ৩৬ জনপ্রতিযোগিতায় দৌড় শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Image

অংশগ্রহণকারী প্রত্যেককে সনদ, শুভেচ্ছা স্মারক, টিশার্ট এবং সকালের নাশতাও দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফির পাশাপাশি নগদ অর্থ পুরস্কার পান। এসময় ৯টি বিভাগে মোট ২৭ জনকে পুরস্কৃত করা হয়।

বিআরসির উপদেষ্টা অধ্যাপক দিলারা আক্তার খান বলেন, যুব সমাজের মধ্যে শারীরিক সুস্থতা এবং মাদকবিরোধী মানসিকতা তৈরি করাই আমাদের লক্ষ্য। আমরা চাই মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে। ভবিষ্যতে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন আয়োজনের পরিকল্পনাও আমাদের রয়েছে।

এতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণকারী এস এম ফরহাদ জানান, এমন একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি চাই বারবার এমন একটা প্রতিযোগিতার আয়োজন করা হোক।

Author

মো: মেহেদী হাসান, ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker