বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই ক্রিকেট উন্মাদনা, রোমাঞ্চ আর গ্যালারিভরা চিৎকার। এবারের আসরে সেই উন্মাদনায় বাড়তি রঙ যোগ করেছেন কানাডিয়ান মডেল এবং ফ্যাশন ইনফ্লুয়েন্সার ইয়াসা সাগর। চিটাগাং কিংসের অফিসিয়াল হোস্ট হিসেবে মাঠে দর্শকদের সঙ্গে মেতে উঠেছেন তিনি।
ভারতের পাঞ্জাবে জন্ম নেওয়া ইয়াসা সাগর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান কানাডায়। সেখান থেকেই তিনি ফ্যাশন এবং ফিটনেস দুনিয়ায় নিজের জায়গা করে নেন। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা চোখে পড়ার মতো। একজন মডেল হওয়ার পাশাপাশি তিনি একজন ফিটনেস ফ্রিক হিসেবেও সুপরিচিত।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ইয়াসা সাগরকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন থামছেই না। সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলা, সেলফি এবং ছোটখাটো আড্ডায় মাতিয়ে রাখছেন তিনি। বিদেশি মডেল হওয়ায় তার প্রতি ভক্তদের বাড়তি আগ্রহ দেখা গেছে স্পষ্টভাবেই।
চিটাগাং কিংসের হোস্ট হিসেবে ইয়াসার ভূমিকা শুধু স্টাইলেই সীমাবদ্ধ নয়, তার প্রাণবন্ত উপস্থাপনা এবং এনার্জি পুরো স্টেডিয়ামে বাড়তি উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে।
বিপিএলের এবারের আসরে ইয়াসা সাগরের এই গ্ল্যামারাস উপস্থিতি নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ক্রিকেট ভক্তরা মুখিয়ে আছেন তার আরও চমকপ্রদ মুহূর্তের জন্য!