খেলাধুলা
ঢাকায় পা রাখলেন শহীদ আফ্রিদি
বিপিএলের পর্দা উঠতে আর এক দিন বাকি। এ উপলক্ষে আজ ঢাকায় পা রেখেছেন শহীদ আফ্রিদি। কিংস ফ্র্যাঞ্চাইজি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছে। এক ভিডিও বার্তায় আফ্রিদি জানান, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’ বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন আফ্রিদি।
পরবর্তী সময়ে সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। ৪৫ ম্যাচে ৩৫ ইনিংসে ব্যাট করে ৫৩৯ রান করেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। বল হাতে শিকার করেছেন ৫৭ উইকেট। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কুমিল্লা, ঢাকা গ্লাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপাও জিতেছেন আফ্রিদি।