রিয়াল মাদ্রিদের দোকানে ফিল্মি স্টাইলে লুটপাট
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অফিসিয়াল পণ্য বিক্রয়ের দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। চোরের দল একটি গাড়ি নিয়ে দোকানের সামনের কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে সামনে যা পেয়েছে তাই লুটপাট করে। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৭০০ বর্গমিটার জায়গা নিয়ে দ্বিতল এই দোকান করা হয়েছিল। রিয়ালের সবধরনের অফিশিয়াল পণ্য এখানে পাওয়া যায়।
‘মার্কা’ জানিয়েছে, ভোর ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। চোরের দল হাতের কাছে যা কিছু পেয়েছে সবই নিয়ে গেছে। প্রায় ১৫ মিনিট পর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এই ডাকাতির ঘটনায় মোট তিনটি গাড়ি ব্যবহার করা হয়েছে। চুরি শেষে দুটি গাড়ি করে চোরেরা পালিয়ে যায়। তবে যে গাড়ি দিয়ে কাচ ভেঙে দোকানের ভেতরে ঢোকা হয়েছে, চোরের দল সেটি নিয়ে যায়নি।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি গাড়িই চুরি করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে মাদ্রিদের পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নম্বর প্লেট দেখে এই ডাকাতির ঘটনায় ব্যবহার করা গাড়িগুলো শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এই স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে।