ক্রিকেটখেলাধুলা

আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান

আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় হলেন সাকিব আল হাসান। সাথে আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার। সব মিলে সময়টা বেশ দারুণ যাচ্ছে সাকিবের।

জিম্বাবুয়ে সফর-অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব। মিচেল মার্শ-হেইডেন ওয়ালশকে পেছনে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এছাড়া, টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে মোহাম্মদ নাবীকে টপকে শীর্ষে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাকিব দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ করেছিলেন ১৪৫ রান। পাশাপাশি সে সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি ৭ রান খরচ করে টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট।

বোলার র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। ১৯ থেকে ১২তম স্থানে উঠে এসেছেন। এদিকে, অজিদের বিপক্ষে দারুণ ছন্দে থাকা মুস্তাফিজও পেয়েছেন পুরস্কার। র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ উন্নতিতে শীর্ষ দশে কাটার-মাস্টার। এ মাসে মেয়েদের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর।

এ বছরের শুরু থেকে প্রতি মাসে একজন করে পুরুষ ও নারী ক্রিকেটারকে সেরা ঘোষণা করছে আইসিসি। তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে আইসিসির ভোটিং প্যানেলের সদস্যরা দেন ৯০ শতাংশ ভোট। বাকি ১০ শতাংশ ভোট দেওয়ার সুযোগ থাকে সমর্থকদের। মে মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker