গাজীপুরে কালিয়াকৈরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে সোমবার দুপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। কালিয়াকৈর শ্রীকৃষ্ণ জয় দুর্গা সেবা সংঘের উদ্যোগে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দন সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুজিবুর রহমান, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, রতন সাহা, আষীশ সাহাসহ ধর্মলম্বীর লোকেরা।
শোভাযাত্রাটি কালিয়াকৈর বাজার থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা দুর্গা দেবী, কার্তিক, গণেশ ও অসুরসহ সেজে বিভিন্ন দেবদেবীর সাজে সজ্জিত হয়ে নেচে গেয়ে র্যালীতে অংশ নেন।