গাজীপুরের কালিয়াকৈরে পৌর ৭,৮,৯, ওর্য়াড বিএনপির আয়োজনে শহীদ জিয়ার আতœার মাগফিরাত কামনায় সোমবার বিকালে উপজেলার সফিপুর বাজারে মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের র্দীঘায়ু কামনায় দোয়া করা হয় ।
পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও গাজীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাসী হুমায়ুন কবির খান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন,পৌর বিএনপির সহ সভাপতি হযরত আলী মিলন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ.উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মাষ্টার।
জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মেজবাউল রহমান ভূইয়া ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল প্রমুখ ।এসময় উপস্থিত ছিলেন বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।