চট্টগ্রাম মেডিকেল কলেজে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানের গৌরবের অধিকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রবিবার (২৩ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে জাগ্রত রেসকোর্সে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ বছর ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করছে দেশের বৃহত্তম ও সর্ব প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ।
এছাড়া দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ আওয়ামী লীগের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশের শান্তি, উন্নয়ন, অগ্রযাত্রা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.