জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না।”
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন মোড়ে দলটির নিবন্ধন পুনর্বহাল ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে শফিকুর রহমান বলেন, “আমরা কল্পনাও করিনি আজহার ভাইয়ের মুক্তির দাবিতে রাস্তায় নামতে হবে। কিন্তু আমরা বাধ্য হয়েছি। বিনাদোষে দীর্ঘ ১২-১৩ বছর ধরে তিনি কারাগারে নির্যাতনের শিকার হচ্ছেন। আর ১৩টি মিনিটও আমরা তাকে কারাগারে দেখতে চাই না।”
তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—আজহার ভাইয়ের মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন থামবে না। আজকের সমাবেশ প্রথম নয়, শেষও নয়। বিক্ষোভ ও আন্দোলন অব্যাহত থাকবে।”