রাজনীতিচট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা সায়েম গ্রেফতার

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার যুবলীগ ক্যাডার আবু সাদাত সায়েমকে (৪৩) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার বিকেলে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় এলজিসহ সায়েমকে গ্রেপ্তার করে। সে পটিয়া থানার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মৃত নুরুল আলমের ছেলে। সায়েম নিজেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয় পরিচয় দিয়ে পটিয়ায় পাথর ও বালুর ব্যবসা এবং টেন্ডার নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট পটিয়ায় ছাত্র ও জনতার ওপর হামলার ঘটনায় সরাসরি অংশ নেন আবু সাদাত সায়েম। সেদিন আগ্নেয়াস্ত্র হাতে নেতৃত্ব দিয়ে হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় এখন পর্যন্ত তার বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের হয়েছে।

এছাড়া, সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক চৌধুরী জনি হত্যা মামলার আসামি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সদস্য হিসেবেও তার নাম রয়েছে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সায়েমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছেন যে, এই অস্ত্রটি ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিল।

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker