রাজনীতি
গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী জাহিলিয়াত পার করতে হয়েছে : হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমাদের আওয়ামী লীগের জাহিলিয়াতের যুগ পার করতে হয়েছে। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কিন্তু কখনো ভাবতে হয়নি আমাদের বাসায় পুলিশ যাবে।’
আজ বুধবার ঢাকা কলেজের অডিটরিয়ামে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে ‘ঢাকা কলেজের অবদান’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা দেখি দেশের কিছু টক শোজীবী আহাজারি করে বলেন, ‘চার মাসে আমরা কী পেলাম? দেশ রসাতলে গিয়েছে।’ শোক-কষ্ট তারা বর্ণনা করতে থাকেন।
হাসনাত বলেন, ‘তরুণ প্রজন্মের ক্রোধ রয়েছে তাদের বিরুদ্ধে। সেসব কলমের বিরুদ্ধে- যারা ফ্যাসিবাদের সমর্থনে লিখে গেছে। ক্ষোভ রয়েছে সেসব বিচারপতির বিরুদ্ধে, যারা কলম দিয়ে ইনসাফের পরিবর্তে জুলুম লিখেছে।