রাজনীতি

অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত

ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। 

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বৈরাচার দিবসের পতন উপলক্ষে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের (আপসু) বিএনপিপন্থী ছাত্রনেতারা এ কর্মসূচির আয়োজন করে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু, আজকে ভারত থেকে শুরু করে আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের লোক কেন সমস্যার সৃষ্টি করছে? কেন আমাদের সারা বিশ্বে মানহানি করছে? একটাই উদ্দেশ্য, বিশৃঙ্খলা সৃষ্টি করা।  

তিনি বলেন, আমরা যারা জাতীয়তাবাদী গণতান্ত্রিক দেশাত্মবোধে বিশ্বাসী, স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী,আমরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতি দিকে যেতে চাই তাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের জন্য আগেও আহ্বান জানিয়েছি।

বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন। আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ধর্ম-বর্ণ নির্বিশেষে।১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতন হয়।
হুঁশিয়ারি উচ্চারণ করে ড. মোশাররফ হোসেন বলেন,  ছাত্র-জনতার বিপ্লবের পর যারা আমাদের বিরুদ্ধে  ষড়যন্ত্র করছে- এটা আপনাদের দুঃসাহস। দেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকারের পতন ঘটাতে পারে, সরকার প্রতিষ্ঠা করতে পারে। ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে ৫ আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে পারে,’৯০ সালে ৬ ডিসেম্বরের মাধ্যমে পেরেছিলো।
অতএব বাংলাদেশের মানুষ এটা বার বার প্রমাণ করেছে।নির্বাচন কেন্দ্রীক সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে।
আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। আপনারা (অন্তবর্তী সরকার) সকলে তা টের পাচ্ছেন। তিনি আরো বলেন, সেখানে আজকে আমাদের সকলের প্রয়োজন, জাতির প্রয়োজন যে এই সরকারকে তারা যেহেতু অন্তবর্তীকালীন সরকার এই সরকারের প্রধান বলেছেন যে, শেখ হাসিনা অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো তারা ধ্বংস করে দিয়ে গেছে। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, সেই সকল ক্ষেত্রে সংস্কার করা তাদের ওয়াদা।
 ডাকসুর সাবেক ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন নব্বই’র ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, কামরুজ্জামান রতন, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, সুরঞ্জন ঘোষ প্রমুখ।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker