যুক্তরাজ্যভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর মতামত বিষয়ক অনুষ্ঠান ‘অভিমত’-এ গত ৫ আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাক্ষাৎকার দেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করা যাবে না। কারণ বাংলাদেশে কমপক্ষে ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে।’
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির কিছু দায়িত্বশীল নেতার বক্তব্য আমি দেখেছি, যারা এর বিরোধিতা করেছেন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিকে একেবারেই ‘অলীক কল্পনা’ হিসেবে অভিহিত করে ড. হাছান মাহমুদ বলেন, অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয় যে কেউ আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা ভাববেন।
আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং এটি বাংলাদেশের জনগণের সমর্থন পেয়ে এসেছে।
এ সময় তিনি ছাত্রলীগের কার্যক্রম এবং সংগঠনের উদ্দেশ্য নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেন এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার কোনো যুক্তি না থাকার কথাও তুলে ধরেন।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে রাজনৈতিক মতামত এবং দলের কর্মকাণ্ড স্বাধীনভাবে চলতে থাকবে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে সামনে এগিয়ে যাবে, আর যে কেউ এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছেন, তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.