আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান জনসমুদ্রে রূপ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ উপলক্ষে রাজধানীতে সুধী সমাবেশ করবে ক্ষমতাসীন দল।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা ও ঢাকার আশপাশের সাংগঠনিক জেলাগুলোর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়সভায় ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২ সেপ্টেম্বর ঢাকা জনসমুদ্রে রূপ নেবে। মহাসমুদ্রের সে স্রোত দেখার অপেক্ষায় আছি।
আওয়ামী লীগ আদর্শ পতাকাবাহী সংগঠন। আমরা একাত্তরের সন্তান, ৭৫-এর সন্তান, ৩ নভেম্বরের সন্তান ও একুশ আগস্টের সন্তান। আমাদের চেতনায়, আমাদের হূদয়ে অনেক বেদনা।’
তিনি বলেন, ‘অন্ধকারের শক্তি চ্যালেঞ্জ করছে, আমাদের লড়তে হবে।
নির্বাচন বানচাল করবে, সেটি আর সম্ভব নয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদের বিরুদ্ধে লড়বে।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানকে বাংলাদেশের মানুষ নেতা মানবে না। দুর্নীতিবাজ, দণ্ডিত ও লুটেরাদের হাতে দেশের শাসনক্ষমতা তুলে দেবে না জনগণ।
’ নির্বাচন ঘিরে বিএনপির অপতত্পরতা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, ‘২ সেপ্টেম্বর রাজধানীতে জনসমুদ্র সৃষ্টি করা হবে। ষড়যন্ত্রকারীদের দেখানো হবে ঢাকা আমাদের দখলে।’
আওয়ামী লীগ নেতারা বলেন, যে দলের সঙ্গে দেশের জনগণ রয়েছে, বিদেশিরা সে দলকে ক্ষমতা থেকে হটাতে পারে না। শেখ হাসিনার সরকার দেশে কিংবা বিদেশে কোথাও বন্ধুহীন নয় বলেও মন্তব্য করেন তাঁরা।
’ নির্বাচন ঘিরে বিএনপির অপতত্পরতা রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, ‘২ সেপ্টেম্বর রাজধানীতে জনসমুদ্র সৃষ্টি করা হবে। ষড়যন্ত্রকারীদের দেখানো হবে ঢাকা আমাদের দখলে।’
আওয়ামী লীগ নেতারা বলেন, যে দলের সঙ্গে দেশের জনগণ রয়েছে, বিদেশিরা সে দলকে ক্ষমতা থেকে হটাতে পারে না। শেখ হাসিনার সরকার দেশে কিংবা বিদেশে কোথাও বন্ধুহীন নয় বলেও মন্তব্য করেন তাঁরা।