বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রীর মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে বুধবার (১১ জুন) রাতে বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কাদের সিদ্দিকীর বাসভবনে শোকবার্তা পৌঁছে দেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ জুন) রাতে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডে অবস্থিত কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় যান বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সেখানে তিনি কাদের সিদ্দিকীর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তারেক রহমানের পক্ষ থেকে শোকবার্তা পৌঁছে দেন।
গণমাধ্যমকে সুলতান সালাউদ্দিন টুকু জানান:
“বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি আজ বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে শোক প্রকাশ করেছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি।”
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।
উল্লেখ্য, গত শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসরিন সিদ্দিকী। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
নাসরিন সিদ্দিকী ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।