স্ত্রীসহ আটক সাবেক ভূমিমন্ত্রী
জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এবং তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা; জমি সংক্রান্ত কাজে শেরপুর সাবরেজিস্টার কার্যালয়ে এলে এ ঘটনা ঘটে।
সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ (মঙ্গলবার, ২৭ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম হীরা তার জমি বিক্রির দলিল করে দিতে শেরপুর সদর সাবরেজিস্টার কার্যালয়ে আসেন। খবর পেয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে তাকে ঘিরে বিক্ষোভ মিছিল এবং শাস্তির দাবি জানান। এরপর পুলিশ তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এসময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।
রেজাউল করিম হীরা আওয়ামী লীগের ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮ সময়কালে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ছিলেন।