সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আন্দোলন করে শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালায় পুলিশ।
পুলিশের গুলিতে আহত হয়, অনেক আন্দোলনকারী শিক্ষার্থী। আন্দোলন বেগবান হতে থাকলে ১৫ জুলাই আহত শিক্ষার্থীদের রক্তের যোগান দিতে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি স্পেশাল রেসপন্স টিম গঠন করেন। টিমের সদসরা রক্তদাতা প্রস্তুত করেন এবং আহত শিক্ষার্থীদের প্রয়োজনে রক্ত মেনেজ করে দেন।
টিমের মাধ্যমে রক্তের যোগান দিতে কাজ করেন ঢাকার টিকাটুলি এলাকার ব্লাড ভলান্টিয়ার আয়েশা সিদ্দিকা, টাঙ্গাইল সদরের ব্লাড ভলান্টিয়ার তায়েবা খান ও বর্ষা খান। সকলেই ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের সদস্য।
আয়েশা সিদ্দিকা বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের রক্ত দিয়ে পাশে দাঁড়াতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির। তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
অন্য দুইজন নারী ভলান্টিয়ার তায়েবা ও বর্ষা বলেন, আমরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় রক্তদাতা প্রস্তুত করেছি। আন্দোলনকারী আহত শিক্ষার্থী ও সাধারণ রোগীদের রক্তের সাপোর্ট দিতে আমরা ২৪ ঘন্টা সেবা দিয়েছি। রক্তের সাপোর্ট দিয়ে আমরা আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছি।
তিন জনই এবার চলমান ২০২৪ এইচএসসি পরীক্ষার্থী। পাশাপাশি কাজ করেছেন স্পেশাল রেসপন্স টিমে। সন্তানদের এমন মানবিক কার্যক্রমে খুশি তাদের বাবা – মায়েরা।