নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে সোমবার ( ৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরয়াম সভা কক্ষে “ সুন্দর পৃথিবীর জন্য স্কাউটিং । আত্রাই উপজেলা শাখার ত্রৈ-বাষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস আত্রাই শাখার সভাপতি ও আত্রাই উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) মোঃকামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,কমিশনার,তারটিয়াসরকারিপ্রাথমিক বিদ্যালয় মোঃ আঃ মালেক, সম্পাদক পাঁচুপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মোঃ আব্দুল মতিন,
গ্রুফ কমিটির সভাপতি প্রতিনিধি, সুদরানা মাধ্যমিক বিদ্যালয় অমেরেন্দ্র নাথ সাহা, গ্রুফ কমিটির সভাপতি প্রতিনিধি মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ আব্দুস ছাত্তার, ইউনিনিট লিডার প্রতিনিধি মস্কিপুর দাখিল মাদ্রাসা তারেক মোঃ মাহমুদুল আলম, ইউনিট লিডার প্রতিনিধি গুড়নই সরকারিপ্রাথমিক বিদ্যালয় আকতার জাহান সোভা, ইয়ং অ্যাডান্ট বামনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসরাফিল হোসেনইমন প্রমূখ।