জেলা আ”লীগের সাবেক নেতাসহ মাদারগঞ্জের ৮ নেতার আত্মসমর্পণ’ ঠায় হলো কারাগারে
জামালপুর বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলেন জেলা আওয়ামী লীগের সাবেক নেতাসহ মাদারগঞ্জের ৮ নেতাকর্মী। সোমবার বেলা ১১ টায় জামালপুর জেলা জর্জ কোর্টে স্বশরিরে গিয়ে আত্মসমর্পণ করেন তারা।
আত্মসমর্পণকারীরা হলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, চরপাকেরদহ ইউনিয়ন আ”লীগের সভাপতি মঞ্জুরুল করিম, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি ইত্রাজুল ইসলাম মহির ডাঃ, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আতাউর রহমান,
সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পদ, শ্রমিকলীগের সাবেক সদস্য মতিউর। আদালত সূত্রে জানা গেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মী আত্মসমর্পণের পর কোর্ট তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মাদারগঞ্জ মডেল থানায় দায়ের করা নাশকতাসহ ৫ টি মামলার, এক ও অধিক মামলার আসামী আত্মসমর্পণকারীরা।