আট খলিফার এক খলিফা তাহসানের শ্বশুর পানামা ফারুক
দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে যুক্তরাস্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে সাম্প্রতিক সময়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।
এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হচ্ছে, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বাবা হচ্ছেন ২০১৪ সালে বরিশালে ক্রসফায়ারে নিহত যুবলীগ নেতা ফারুক আহমেদ ওরফে ‘পানামা ফারুক’।
জানা গেছে, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর মদদে বরিশাল নগরীতে যে আট খলিফা নামে সন্ত্রাসী বাহিনীর জন্ম হয় তার একটির নেতৃত্বে ছিল পানামা ফারুক।
নগরীর উত্তর-পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে অপরাধের জগৎ গড়ে তোলেন। চাঁদাবাজী, হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে আধিপত্যের কেন্দ্রে চলে আসেন। নিহত হওয়ার আগে তার নামে অস্ত্র, হত্যা, চাঁদাবাজীর অভিযোগে দশটিরও বেশি মামলা ছিল থানায়।
আট খলিফার মধ্যে পানামা ফারুক ছাড়াও মো. জসিমউদ্দিন ওরফে ভিপি জসিম, কুতুব রানা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ওরফে মামা খোকন, আবুল বাসার, মোয়াজ্জেম হোসেন চুন্নু, মোনায়েমের ছিল ভিন্ন ভিন্ন সন্ত্রাসী বাহিনী।
তবে একাধিক মামলার আসামি ‘পানামা ফারুক’ ২০১৪ সালের ১০ জানুয়ারি ভোরে বরিশালে নিজ বাড়িতে ফেরার পথে চকবাজারে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।