জাতীয়

সাম্প্রদায়িক সহিংসতায় আড়াই মাসে ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০

চলতি বছরের ৫ আগস্ট থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘু সম্পর্কিত ঘটনায় মোট ৮৮টি মামলা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

সুনামগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম ও ঢাকায় সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘ওই সব জায়গায় নতুন কিছু ঘটনা ঘটলে গ্রেপ্তার ও মামলার সংখ্যা বাড়বে।’ এসব মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান শফিকুল আলম।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পদোন্নতিবঞ্চিত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য গঠিত কমিটি আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।’

তিনি বলেন, ‘কমিটিকে ৯০ দিনের সময়সীমার সাথে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হলেও তারা সময়সীমার আগেই প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদনটি জমা দিয়েছেন।’

আজাদ বলেন, ‘কমিটি সরকারি কর্মকর্তাদের কাছ থেকে ১ হাজার ৫৪০টি আবেদন গ্রহণ করেছে এবং সেগুলো পরীক্ষা করার পরে এটি পূর্ববর্তী প্রভাবে ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করেছে।’

সরকার গত ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বিভিন্নভাবে পদোন্নতিবঞ্চিত বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করার জন্য সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker