চিন্ময় দাসের বিরুদ্ধে একাধিক শিশু ধর্ষণের ভিকটিমদের স্পষ্ট সাক্ষ্য, ভিডিও প্রমাণ, এবং জাতীয় দৈনিকের রিপোর্ট থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত চাইল্ড সেক্স এবিউজের কোন মামলা হয়েছে? জাতীয় পতাকা অবমাননার মতো ইস্যুর চেয়ে এই মামলা কি আরো অনেক বেশি শক্তিশালী হতো না? এমন একটি মামলায় চিন্ময় দাসের শাস্তি নিশ্চিত হলে ভারতীয় সরকার ও মিডিয়ার পক্ষেও তাকে রক্ষা করা কঠিন হয়ে পড়ত।
অথচ চিন্ময়ের উস্কানিতে সশস্ত্র হামলা ও সরকারের আইনজীবী আলিফকে হত্যা করার পরও তাকে এই হত্যা মামলার আসামী করা হয়নি। এমনকি তার সংগঠনের পক্ষ থেকে তাকে দোষী সাব্যস্ত করে বহিষ্কার করার পরও তার বিরুদ্ধে রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি।
জাতীয় আইনজীবী সংগঠনসহ সংশ্লিষ্ট মহলের এসব বিষয়ে আরও সক্রিয় হওয়া প্রয়োজন। নিজেদের সহকর্মীকে হত্যার পরও তাদের ভূমিকা হতাশাজনক। চিন্ময় দাসের মতো সন্ত্রাসীরা যদি আইনের ফাঁকফোকর দিয়ে বেড়িয়ে যায় তাহলে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বুক আরো অনেক বেশি প্রশস্ত হবে।