রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় সাব্বির হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাব্বির হোসেন টাঙ্গাইলের কালিহাতী থানার রামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ওয়ালটন কোম্পানিতে চাকরি করতেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. হোসাইন জানান, কুড়িল বিশ্বরোডে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সাব্বির হোসেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.