জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আট পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যর ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ আদেশ দেন।
এর আগে ১৭ অক্টোবর জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও জনগণের ওপর চালানো নৃশংসতা ও হত্যাকে কেন্দ্র করে ফৌজদারি মামলায় অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.