জাতীয়

শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরো তিন উপদেষ্টা। তারা হলেন- তাঁরা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রবিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন। এনিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টাগণ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

আজ দুপুর থেকেই জল্পনা ছিল পাঁচজন নতুন উপদেষ্টা হতে পারেন। একই সাথে তাদের জন্য গাড়িও প্রস্তুত রাখার খবর জানা যায়। কিন্তু সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তিনজন উপদেষ্টার শপথ নেওয়ার কথা জানান।

জানা যায়, উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। দুই দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

আর মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ২১। তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরো সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker