টাঙ্গাইলে নিজ এলাকায় চির নিদ্রায় শায়িত হলেন সেনা কর্মকর্তা তানজিম ছরোয়ার নির্জন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাদ আসর বিকাল সাড়ে ৫ টার দিকে টাঙ্গাইলের বোয়ালী জামে মসজিদ মাঠে জানাযা শেষে স্থানীয় বোয়ালী কবরস্থানে দাফন করা হয় নির্জনকে। তার জানাযায় জনতার ঢল নামে।
এসময় উপস্থিত ছিলেন, নিহত নির্জনের বাবা সরোয়ার জাহান, বোন জামাই সম্রাট ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসীহুর সহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা।
বোয়ালী কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাকে দাফন করা হয় ও তার পরিবারের নিকট বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা সম্মান পূর্বক প্রদান করা হয়।
মেজর জেনারেল মাসীহুর রহমান বলেন, আমরা সেনাবাহিনী খুবই মর্মাহত আমাদের একজন সহকর্মীকে হারিয়ে। আমরা তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। বাংলাদেশ আইন অনুযায়ী আসামীদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।
এর আগে, কক্সবাজারের চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতদের হামলায় তিনি নিহত হন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতদের হামলার শিকার হন। তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.