রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা কলেজের পাভেল নামের এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান। এছাড়া, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এসময় আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মিছিল করতে দেখা যায়।
এতে সাইন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালায়।
এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা কাজ করছি।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.